বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
- আপডেট সময় : ০৬:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। যারা এই তারিখ জানতে আগ্রহে তারা অবশ্যই শেষ পর্যন্ত প্রতিবেদন দেখুন। কারণ কোন কোন তারিখে এই ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিষয়।
মুসলমানদের জন্য অন্যতম একটি ধর্মীয় আয়োজন হচ্ছে ইজতেমা যা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এখানে শুধুমাত্র বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে মুসলমানরা আসেন। এখানে তিনদিন করে দুই ধাপে ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের গাজীপুরের তুরাগ নদীর পারে। প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে।
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্ক সহ বিভিন্ন দেশের মুসলিমরা এখানে প্রতি বছর ইবাদতের জন্য আসেন। যারা একটি ইসলামিক বড় মহাসম্মেলনের মধ্যে অন্যতম। এত মানুষের সমাগম হওয়ার কারণে এখানে বেশ কিছুটা নিয়ম কানুন উল্লেখ করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয় সম্পর্কে জানবো ও অন্যান্য তথ্যগুলো দেখব।
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
প্রতিবছর অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ কিংবা মাস আগে একই তারিখ ঘোষণা করে দেওয়া হয়। যাতে করে সকলে এই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের আগমন ঘটে থাকে। ঠিক প্রত্যেক বারের মত এবারও এর তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারের মহাসম্মেলন মোট দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
অর্থাৎ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুসারে। প্রথম পর্বের তারিখ ঘোষণা করা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে শুরু এবং ২ ফেব্রুয়ারি শেষ। আবার দ্বিতীয় ধাপের শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার তারিখ।
আর এ মহাসম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে এখন থেকেই। যাতে করে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে চলার জন্য। একসাথে নির্দিষ্ট ব্যাক রয়েছে যাতে করে কোন ব্যক্তি এখানে পথ ভুল করে হারিয়ে না যায়।